Sunday 4 June 2017

দুটি কবিতা

                  I
শেষ পাতায় মলিন সাদা গোলাপের গুচ্ছ,
আর কিছু কথার আঁকিবুঁকি।
খুশবু-হীন গোলাপ-ছবি
আর খেই-হারানো কথাগুলিতে
ছাপোষা প্রেমের উঁকিঝুঁকি......



                   II
আজ কিছু শব্দ পাঠালাম তোমায় :
রোজকেরে, সাধারণ সেই শব্দগুলি
আমার খুব প্রিয়।
তাই -
"নীল আকাশের আভায় মুড়ে
কাগজি লেবুর গন্ধে ভরে"
-দিলাম পাঠিয়ে তোমায়।

"মেঘ, বৃষ্টি, দামাল হাওয়া
শীল, তুষারের আসা যাওয়া
পাখি, পাতা, ফুল, শিশির-ছোঁয়া!"

শব্দগুলি পেলে
হারিয়ে, ফেলে দিওনা আবার-
তুলে রেখো এক কোনায়,
তোমার ধুলো ভরা ওই উপরের তাকে।

আর একদিন,
কোনো একলা শেষ সকালে,
কিম্বা ক্লান্ত রাতের আঁধারে,
কিম্বা জীবনের এক হঠাৎ 'কি-জানি-কেন' মুহূর্তে:
নামিয়ে এনো আমার শব্দগুলিকে :
তারপর,
কেটে, ছিঁড়ে, নিঙড়ে, পিষে,
দেখো,
হয়তো পেতে পারো তাদের বুকে
ভুলে যাওয়া অনামা প্রেমের
একটা হাল্কা নির্যাস!

No comments:

Post a Comment

Hi! Thanks for stopping by!

The masked waitress had placed a wooden tray with three little black porcelain bowls: one, the staple green chillies in vin...